কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার।

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:২০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:২০:২৫ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৩  এর অভিযানে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার চাঞ্চল্যকর কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার।


'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ভিকটিম খাইরুন নাহার (২৬) এর সাথে প্রধান আসামি মোঃ তাজমুল হক (৩৩) এর আনুমানিক ০৮ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। ভিকটিমের কোন সন্তান না হওয়ার কারণে আসামীগণ (পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন) বিভিন্নভাবে প্রধান আসামিকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিতে থাকেন। যার ফলে আসামী ও ভিকটিমের মধ্যে মানসিক এবং পারিবারিক কলহের সৃষ্টি হয়।


উক্ত ঘটনার, জের ধরে গত ২১/০৪/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামস্থ প্রধান আসামির বসতবাড়ির ২০০ গজ দক্ষিনে বাঁশঝাড়ের মধ্যে আসামীর পিতার কবরের পাশে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৫, তারিখ ২১/০৪/২০২৫।


এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তারিখ হত্যা মামলার পলাতক প্রধান আসামীর অবস্থান নির্ণয় করতঃ র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল কতৃক ইং ২১/০৫/২০২৫ খ্রিঃ বিকাল ১৭.১০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী মোঃ তাজমুল হক (৩৩), পিতা- মৃত জসিম উদ্দিন, সাং- দুওসুও সনগাঁও চৌধুরীপাড়া, থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়।


পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]