
নিজস্ব প্রতিবেদক : অদ্য ০৪১৫ ঘটিকায় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধিনস্থ জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৭/১০-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন বড়বাড়ী নামক স্থান হতে বর্ণিত বিওপির টহল দল কর্তৃক ২১ জন (পুরুষ-০২, মহিলা-০৬ এবং শিশু-১৩) বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। গত ২১ মে ২০২৫ তারিখ ১৭০০ ঘটিকায় ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করতঃ বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে বাসযোগে ২২ মে ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় নিয়ে এসে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।