নওগাঁয় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু-ছাগলসহ লক্ষাধিক টাকা ক্ষতি

আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১২:০৯:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০১:৪২:২৯ পূর্বাহ্ন
 
 
উজ্জ্বল কুমার প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর মান্দায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু, একটি ছাগলসহ বেশকিছু হাঁস ও মুরগি মারা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নহলা কালুপাড়া (ভুতপাড়া) গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

 
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘সন্ধ্যার পর খাওয়া-দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। গভীর রাতে গোয়ালঘরে আগুনের বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।’

 
তিনি আরও বলেন, ‘স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও একটি গরু, একটি খাসিসহ ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। আগুনে আমার অন্তত আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

 
অগ্নিকাণ্ডে গরু, ছাগলসহ হাঁস-মুরগি পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম।
নওগাঁ 




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]