ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে ২ শিশু মৃত্যু ঘটনায় প্রশাসনের নগদ অর্থ সহায়তা প্রদান

আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১১:৩৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১১:৩৪:৫১ অপরাহ্ন



মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু জিহাদ (৫) ও রায়হান (৩ বছর ৬ মাস) পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


গতকাল ২০ মে (মঙ্গলবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান শিশু দুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে তাদের বাড়ি উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পরিদর্শন করেন।


এ সময় তিনি ২ টি পরিবারকে প্রশাসনের পক্ষ হতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


উল্লেখ্য যে, গতকাল ২০ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে শিশু জিহাদ ও রায়হান মৃত্যুবরণ করেন পরে।  জিহাদ উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের প্রবাসী জলিলের ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রুবেলের ছেলে। রায়হান বাবা ও মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]