দেবীগঞ্জে বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:১৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:১৪:৩৬ অপরাহ্ন


মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধ : পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বোতল (৯ লিটার) বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়েছে। 
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ সুমন ইসলাম। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের পুত্র।


সোমবার (১৯ মে) বিকাল ৪ টা'য় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী সোনাহারের দিকে যাচ্ছেন। এমন সময় এসআই জামিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদসহ সুমনকে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানিয়েছে, সে নাসির নামে  একজনের কাছে এসব বিদেশী মদ নিয়ে যাচ্ছিলেন।


এ ঘটনায়, এসআই জামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আগামীকাল আদালতে পাঠানো হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]