ফেনী ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:০৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:০৩:৩৭ অপরাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ফেনী ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে ইউনিভার্সিটি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

 
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ।

 
প্রধান অতিথি বক্তব্য উপাচার্য বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা অর্জন এবং আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মাঝে দলীয় চেতনা, সহানুভূতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হয়। আমি বিশ্বাস করি, এই টুর্নামেন্ট হবে সবার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে প্রতিটি খেলোয়াড় তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে খেলবে এবং ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, প্রক্টর মো. আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আবদুল্লাহ আল ইউনুস, ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]