ফুলবাড়ীতে শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিট

আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৭:৫৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৭:৫৩:৫৬ অপরাহ্ন



মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউপির মধ্য সুলতানপুর (সিংড়া) গ্রামের প্রবীর গাঙ্গুলির পুত্র অর্নব গাঙ্গুঁলী (৯) কে বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব বেত্রাঘাত করে জখম করে। ঘটনাটি ঘটে গত ১৮/০৫/২০২৫খ্রি. তারিখ রবিবার।


এই ঘটনায়, তার পিতা প্রবীর গাঙ্গুলি বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব কে পুত্রকে মারপিটের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোন সদ্বউত্তর না দিয়ে গা ঢাকা দেন। তার পুত্র ঐ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। তিনি কোন সদ্বউত্তর না পেয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম কে অবহত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।


এ বিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনোয়ারা বেগম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়েছে। এ দিকে প্রবীর গাঙ্গুলী তার পুত্রকে মারপিটে ঘটনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর গতকাল সোমবার একটি লিখিত অভিযোগ দাখিল করেন।


তিনি অভিযোগে উল্লেখ করেন, ইতিপূর্বে তার পুত্রকে কয়েকবার ঐ শিক্ষক মারপিট করেন এবং আমি এর আগেও প্রধান শিক্ষিকা বরাবর বিষয়টি নিয়ে অভিযোগ করি, কিন্তু কোন সুষ্ঠু বিচার পাইনি। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক এর সাথে কথা বললে,


তিনি বলেন, অভিযোগ পেয়েছি, প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার নির্দেশ দিয়েছি।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]