বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনায় গ্রেফতার-৪ ১৩টি ল্যাপটপ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৫:১৩ অপরাহ্ন


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি, ও আরিফিন শুভ ভ্রাম্যমান প্রতিনিধি ঢাকা : বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


শনিবার (১৭ মে) রাতে প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, বরিশাল নগরীর ফকিরবাড়ির নূরজামাল (৩৫), গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মোঃ রায়হান( ৩২) নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মোঃ হাসান (৩০)ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ মাসুদ রানা (৩২)। রোববার (১৮ মে) সকালে তাদেরকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 


প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। এ ব্যপারে পরের দিন ৩০ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।  



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]