জগন্নাথপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন পাঁচশতাধিক মানুষ।

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:১৩:৪৮ অপরাহ্ন



মাসুম আহমদ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুবিধা বঞ্চিত হতদরিদ্র ৫ শতাধিক মানুষের মধ্যে বিনামুল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।


আজ রোববার (১৮ মে) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রামে যুক্তরাজ্যের চেয়ারপার্সন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরীর অর্থায়নে সাবেক যুগ্ম সচিব সিরাজুল হক কাবেরীর সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সভা আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক কবিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক যুগ্ম সচিব মো: সিরাজুল হক কবিরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চক্ষু শিবিরের অর্থায়নকারী যুক্তরাজ্যের চেয়ারপার্সন হেকনি কাউন্সিলর আব্দুর রব কবিরী, সমাজসেবক রাজনীতিবীদ ফারুক আহমেদ কবিরী সাবেক ছাত্রনেতা নেতা সাংবাদিক বাবুল খান মুন্না, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেপা মিয়া, সামাজসেবক রুনু মিয়া,


অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুহেল আহমেদ খান টুনু, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খান সহ সভাপতি হাফিজ আহমেদ তালুকদার ছাত্রনেতা শাকিত আহমেদ, রাহিম কবিরী, ফয়ছল আহমদ, লিটন মায়া, ফারুক মিয়া, রাসেল মিয়া প্রমুখ চক্ষু শিবিরে তাজপুর বার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ঔষধ প্রদান করেন। এরমধ্যে ২৮ জন চোখের রোগীর ছানী অপারেশনের জন্য সনাক্ত করে অপারেশনের পদক্ষেপ গ্রহণ করা হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]