বরিশালের খলিসাকোটা হাই স্কুলের ১২ টি চোরাই ল্যাপটপসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৩৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৩৮:৫৬ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক : বরিশালের খলিসাকোটা হাই স্কুলের ১২ টি চোরাই ল্যাপটপসহ তদন্তে প্রাপ্ত ০৩ জন আসামী রাজধানীর লালবাগ ও নিউমার্কেট থানা এলাকা হতে র‌্যাব-১০ কর্র্তৃক গ্রেফতার।


গত ২৯/১০/২০২৪ তারিখ বিকাল অনুমান ১৫.১৫ ঘটিকা হতে ৩০/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.১৫ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা বরিশাল জেলার বানারীপাড়া থানার খলিসাকোটা হাই স্কুল এর আইসিটি ডিজিটাল ল্যাব কক্ষের দরজা তালা ভেঙ্গে প্রবেশ করে ল্যাব কক্ষে থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইসিটি ডিভিশন কর্তৃক প্রাপ্ত ১৩ (তেরো) টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।


পরবর্তীতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সহিদ চৌধুরী (৫১) বরিশাল জেলার বানারীপাড়া থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ০১, তারিখ- ০১/১১/২০২৪ খ্রি., ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত অধিযাচনপত্রের ভিত্তিতে উক্ত চুরির বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় গতকাল ১৭/০৫/২০২৫ তারিখ আনুমানিক ১৯:০৫ ঘটিকা হতে ২০.৫০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ ও নিউমার্কেট থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামী মো: মাসুদ রানা (২৯), পিতা- মো: তাজউদ্দিন, সাং- বিশ্বনাথপুর, থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোণা, ২। মো: হাসান (৩০), পিতা- মো: আলমগীর, সাং- ইয়ারপুর, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী ও ৩। মো: রায়হান (৩৪), পিতা- মো: জসিম উদ্দিন, সাং- কান্ডপাশা, আটিবাজার, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’গণকে গ্রেফতার করে এবং তাদের নিকট হতে ১২ (বারো) টি চোরাই ল্যাপটপ উদ্ধার করে।


গ্রেফতারকৃত আসামীগণ ও উদ্ধারকৃত চোরাই ল্যাপটপ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]