​চাঞ্চল্যকর দস্যুতা মামলার ১ নং এজাহারনামীয় আসামী গ্রেফতার

আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:০৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:০৭:৪৭ অপরাহ্ন
 

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর দস্যুতা মামলার ১ নং এজাহারনামীয় আসামী গ্রেফতার

 
'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্র হৃদয়ে ধারন করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, দস্যুতা, অপহরণ, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। 

 
বাদীর দায়ের কৃত এজাহার থেকে জানা যায় যে, গত ১৮/০৫/২০২৫ তারিখ আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার ডিমলা থানাধীন ০৮ নং ঝুনাগাছ চাপানী ইউপি এর ০৬ নং ওয়ার্ডের এর দক্ষিণ ঝুনাগাছ চাপানী দুদিয়াপাড়া গ্রামের মমতাজের ডাঙ্গা নামক কালভার্টের উপরে অজ্ঞাতনামা ০৪ জন দুষ্কৃতিকারী দেশী অস্ত্র হাতে ভিকটিমকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকি দেখিয়ে তার নিকটে থাকা নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ০১ টি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন এবং ০১ টি হিরো স্প্লেন্ডার প্লাস ১০০ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।পরবর্তীতে ভিকটিম নীলফামারী জেলার ডিমলা থানায় বাদী হয়ে দস্যুতা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫, তারিখ-১৯/০৩/২০২৫, ধারা-৩৯২।


 
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে তা র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৭ মে ২০২৫ তারিখ রাত ০১:১৫ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এর একটি চৌকস আভিযানিক দল নীলফামারী জেলার জলঢাকা থানাধীন বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আঃ মালেক (৩২), পিতা-নুরুল হক, সাং-দক্ষিণ সোনাখুলি, থানা-ডিমলা, জেলা- নীলফামারী'কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 
ধৃত আসামীকে পরবর্তী কার্যক্রমের জন্য নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]