শেষ হলো কুবির প্রত্নতত্ত্ব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৯:০৫:১৭ অপরাহ্ন



কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলনের সমাপ্তি ঘটেছে। শনিবার (১৭ই মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সম্মেলনটির  দ্বিতীয় ও শেষ দিনের কার্যক্রম। 


এ দিনে শিক্ষক-গবেষকের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা পত্র-প্রবন্ধও উপস্থাপন করা হয়। সম্মেলন শেষে দেশি-বিদেশি গবেষকদের নিয়ে পার্শ্ববর্তী লালমাই-ময়নামতি অঞ্চলের প্রত্ননির্দশন ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করা হয়।


এ বিষয়ে সম্মেলনের আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব হোসেন বলেন, 'আমরা দুই দিনব্যাপী যে কনফারেন্সটা করছি এখানে প্রায় ৯৩ টা পেপার ছিল এবং দুই দিনে প্রায় ৭০টা পেপার পড়া হয়েছে। আমাদের এই আয়োজনে আমরা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। এমন সম্মেলনে শুধু গবেষক এবং শিক্ষকেরাই সাধারণত পেপার পড়ে, কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে আমরা পেপার উপস্থাপনের সুযোগ করে দিয়েছি।’


তিনি আরো বলেন, ’এতে করে নতুন গবেষক তৈরি হবে। আমাদের দেশে শুধু দুইটি বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ আছে। সুতরাং বুঝাই যাচ্ছে দেশের মানুষের প্রত্নতত্ত্ব বিষয়ে জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা চেষ্টা করছি কীভাবে বাংলাদেশর ঐতিহ্যগুলো মানুষের সামনে তুলে ধরা যায় এবং সংরক্ষণ করা যায়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]