বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৯:১১ পূর্বাহ্ন
 
 
মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি - বরিশালের বাকেগঞ্জে গৃহবধূ সাগরিকা হালদার হত্যা মামলার প্রধান আসামি মাধব সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। 

 
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮ টার সময় বাকেরগঞ্জ থানার এস আই সবিতা গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার বেতাগী ইউনিয়নের সানকি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি মাধব সরদার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রাজেশ্বর সরদারের ছেলে।

 
এর আগে, সাগরিকা হালদার হত্যার ঘটনায় গত ১২ মে নিহতের বাবা রমেশ হালদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২১।

 
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত ১১মে মাধব সরদার যৌতুকের দাবিতে তার স্ত্রী সাগরিকা হালদারকে মারধর করে হত্যা করেন। এ ঘটনায় সাগরিকার বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এজাহার দায়ের করেন। এরপর বাকেরগঞ্জ থানা পুলিশ মাধব সরদারকে গ্রেপ্তার করে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]