কুমারখালীতে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:৫৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:৫৬:১৯ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা ও সড়ক দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


এছাড়াও অন্তত: ১৫ জন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকাল ৫টার দিকে কুমারখালী পৌর এলাকার হলবাজার, গণমোড়, স্টেশনবাজার ও পৌর টহবাজার এলাকায় অভিযান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।


ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন, কুমারখালী  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করে থানা পুলিশ ও ভূমি কার্যালয়ের কর্মচারীরা।


জানা গেছে, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক দখল করে  ব্যবসা করার অপরাধে গণমোড়ের ফল ব্যবসায়ী সজিবকে (৩৬) এক হাজার টাকা এবং টহবাজার এলাকার ফল ব্যবসায়ী আজিজুল (৫৫) কে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার জানান, অপরিপক্ক আম বিক্রি, মূল্য তালিকা না থাকা এবং সড়ক জুড়ে ব্যবসা করার অপরাধে দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্তত: ১৫ জনকে কড়া সতর্ক করা হয়েছে।


জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখা হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]