
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে মাসুম আহমদ। অদ্য ১৬/০৫/২৫ রোজ শুক্রবার বাদ মাগরিব পাটলী বাজারে পাটলী ইউনিয়ন জমিয়তের সাবেক সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ সাহেবের সভাপতিত্বে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুনামগঞ্জ ৩আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী -হাফিজ মাওলানা Syed Tamim Ahmad বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা Syed Roshid Ahmed পাটলী ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নুরুল আমিন সামি জগন্নাথপুর উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ M R Raiyan আহমদ সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পাটলী বাজারের ব্যাবসায়ী স্রমীক ও পাটলী ইউনিয়নের জমিয়ত প্রেমী সর্বস্তরের জনসাধারণ।