যৌতুক ও জোরপূর্বক গর্ভপাত করানো মামলার আসামী হাবিব র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:১৬:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:১৬:৪০ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক : যৌতুক ও জোরপূর্বক গর্ভপাত করানো মামলার আসামী হাবিব (২৪) রাজবাড়ীর কালুখালী হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ২৩/০১/২০২৩ তারিখে ভিকটিম এর সহিত আসামী মো: হাবিব মোল্লা (২৪) এর বিবাহ হয়। বিবাহের পর থেকেই আসামী হাবিব মোল্লা’সহ অপরাপর আসামীগণ ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ভিকটিম ও তার পরিবারের নিকট গত ০১/০৪/২০২৪ তারিখ ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। ভিকটিম ও তার পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ ভিকটিমকে মারধর করে এবং কৌশলে পরিকল্পিতভাবে ভিকটিমের ৪ মাসের পেটের বাচ্চাকে জোরপূর্বক গর্ভপাত করায়। এর ফলে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসা করানো হয়। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় একটি অভিযোগ দাখিল করলে মামলা নং- ০৬, তারিখ- ০৬/০৫/২০২৫ খ্রি., ধারা- ১১(গ)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/০৩); তৎসহ ৩১৩ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।


এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র‌্যাব-১০ এর আভিযানিক দল অদ্য ১৬/০৫/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বাংলাদেশ হাট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো: হাবিব মোল্লা (২৪), পিতা- মো: হাচেন আলী, সাং- বড় চৌবাড়িয়া, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী'কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]