কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় ৫ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ১১:০২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ১১:০২:০৩ অপরাহ্ন
 

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-
কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজীব (৩৭), শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর, একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল, নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকূপা থানার পুরাতন মালিথীয়ার রাব্বি মল্লিক।

জানা গেছে, ভুক্তভোগীর ভাই, ভগ্নীপতি ও মামলার প্রধান আসামি মনসুর আলী সৌদি আরবে থাকেন। ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ মাধ্যম ইমুতে ভিডিও কলে কথা বলতেন মনসুর। একপর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয়। ইমু কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে ভুক্তভোগী তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে ওই নারীর সঙ্গে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করা শুরু করেন। বৃহস্পতিবার অন্যান্য আসামিদের মাধ্যমে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন মনসুর। এর জেরে ভুক্তভোগী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পর্নোগ্রাফি আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সৌদিতে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]