মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাথ্রল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তার

আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:৫৮:৩৬ অপরাহ্ন


মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ : মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত দুটি ক্যাথ্রল্যাব আছে , তার একটি  চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করাহবে, কারণ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রুগীর চাপ পচুর, 


তাছাড়া  দীর্ঘদিন ধরে দুটি ক্যাথ্রল্যাপ  প্রশিক্ষিত জনবল অভাবে অব্যবহৃত রয়েছে।


বর্তমানে অবস্থায়, চট্টগ্রামে রুগীর চাপ চিন্তা করে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেখান থেকে একটি ক্যাথল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার ৩ টার দিকে নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম।


তিনি বলেন, দুটি ক্যাথ্রল্যাব থেকে একটি ক্যাথ্রল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে ১৩-০৫-২০২৫ (মঙ্গলবার) দুপুরে সেখানে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর চাপ বিবেচনায়, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ক্যাথল্যাবের মধ্যে একটি স্থানান্তরের প্রয়োজন রয়েছে। 


নির্দেশনাপত্রে চিফ টেকনিক্যাল ম্যানেজার, নিমিউ অ্যান্ড টিসিকে কারিগরি সহায়তা প্রদানের অনুরোধও জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মো. শাহাদত হোসেন কবির স্বাক্ষরিত।


স্থানী ও নার্স সবাই বলছে, হার্টের সমস্যাসহ মুমূর্ষু রোগীদের জন্য ক্যাথ্রল্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি  ক্যাথ্রল্যাব সচল হলে জেলার হাজারো মানুষ উপকৃত হতো। এখন একটি সরিয়ে নেওয়া হলে জেলার রোগীরা সেবা থেকে বিতারিত হবে।


জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধার নেই, তারপরেও দুই ক্যাথ্রল্যাব থেকে, একটি ক্যাথ্রল্যাব অন্যত্র নিয়ে যাওয়া হয়, তা হবে জেলার জন্য বড় ক্ষতি।


ক্যাথ্রল্যাব চালু না করার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তাছাড়া এই হাসপাতালের অনেক কিছু কতৃপক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে দেওয়ার চেষ্টা করেন,


দক্ষ জনবলের অভাবের কারণে আজ ক্যাথ্রল্যাবটি চালু করা যায়নি। তবে ডাক্তার মো সফিকুল ইসলাম আশা দেন যে তিনি তার নিজ৷ উদ্যোগে একটি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন, এখন প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে এবং দ্রুত ক্যাথ্রল্যাবটি  চালুর করা হবে, দুটি ক্যাথ্রল্যাব থেকে একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রুগীর জন্য দেওয়া হবে, আর একটা দিয়ে আমরা সেবা করবো।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]