ভালুকায় বসত বাড়ী ও জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১১:৫৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১১:৫৭:৫৫ অপরাহ্ন


ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকার বসত বাড়ী ও জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভাংচুরের  ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলা ভরাডোবা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মঞ্জু মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।   


অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মোঃ মফিজ উদ্দিন তালুকদার(৬০), মোঃ সূর্যত আলী তালুকদার(৫৫),মোঃ শামছুল তালুকদার(৫০) গং স্থানীয় ড্রাইভার মোঃ মঞ্জু মিয়ার বসত বাড়ি ও জমি জবর দখলের চেষ্টা করে আসছিলো। এরই জেরে মঞ্জু মিয়া তার জমিতে টিনের বাউন্ডারি নির্মানের সময় অভিযুক্তরা মঞ্জু মিয়ার বসত বাড়ী ও জমি জবর দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে, জমির সীমানা পিলার, ফল ও ফুলের গাছ কেটে নষ্ট করে। এক পর্যায়ে মঞ্জু মিয়ার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা বসত বাড়ি ও জমি জবর দখলের হুমকি দিয়ে পালিয়ে যায়।   


ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, বসত বাড়ি ও জমি জবর দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]