রাজস্থলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টানার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ উদযাপন

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৩০:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৬:৩০:৪৯ অপরাহ্ন


মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী (রাঙ্গামাটি)। রাজস্থলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্প ডিএই রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র। 


কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে কৃষি রুপান্তরিত হয়েছে। বর্তমান কৃষি প্রযুক্তি নির্ভর কৃষি, বর্তমান কৃষি যান্ত্রিক কৃষি, বর্তমান কৃষকরা এক একজন শিক্ষিত কৃষক। নব প্রযুক্তি এবং নব উদ্ভাবিত বিভিন্ন ফল ও ফসলের জাত চাষ করে আমাদেরকে বিশ্ববাজারে স্থান করে নিতে হবে। শিক্ষিত এবং প্রশিক্ষিত তারুন্যের অংশগ্রহণে বাংলাদেশের কৃষি আরো এগিয়ে যাবে। 


এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মোট ১০০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]