ঢাবি ছাত্রনেতা সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল বানারীপাড়া

আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৫:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৫:৪৩:৫৩ অপরাহ্ন

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বরিশালের বানারীপাড়া। ১৫ মে (বুধবার) কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বানারীপাড়া ডিগ্রি কলেজ ও সৈয়দ বজলুল হক কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সম্প্রতি গভীর রাতে ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন তিনি। এই নৃশংস হত্যাকাণ্ডের পর ঢাবি ক্যাম্পাসসহ সারাদেশে নেমে আসে শোকের ছায়া ও ক্ষোভের বিস্ফোরণ। সেই ধারাবাহিকতায় বানারীপাড়ার শিক্ষার্থীরাও সাম্য হত্যার প্রতিবাদে রাজপথে নেমে আসে।

বুধবার সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীরা। বানারীপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মাহাথির ও সাধারণ সম্পাদক প্রার্থী তারিকুল ইসলাম তামিম এবং সৈয়দ বজলুল হক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবির আহম্মেদের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষাঙ্গন যেন কখনও রক্তের রঙে রঞ্জিত না হয়, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠান হোক সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক।” তাঁরা অবিলম্বে সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সাম্য ছিলেন আদর্শবান একজন ছাত্রনেতা। তাঁকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কেবল একজন নেতাকেই নয়, সমগ্র শিক্ষার্থীবর্গকেই আঘাত করেছে।

সারা দিন জুড়ে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের ছাত্ররা। প্রতিবাদের ভাষায় মুখর হয়ে ওঠে বানারীপাড়া কলেজ ক্যাম্পাস।

 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]