ব্রাহ্মণপাড়ায় ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:১৫:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:১৫:০৪ পূর্বাহ্ন


মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫ ফার্মেসিকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল (১৩ মে) মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও নানা অনিয়মের অভিযোগে এ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মো. শাহজালাল ভূইয়া।


অভিযানে রফিকুল ইসলামকে ৫ হাজার, গোলাম মোস্তফা চৌধুরীকে ৫ হাজার, এ কে এম সামছুজ্জামানকে ৫ হাজার, গৌরাঙ্গ চন্দ্র রায়কে ৩ হাজার এবং টিটন চন্দ্র দত্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ পাওয়া যায় এছাড়া লাইসেন্স ও ফার্মেসী ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। 


এ ধরণের যানবাহনের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগীতা করেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]