তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৯:০৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৯:০৩:৪৩ অপরাহ্ন


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনুগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের মাঝে বিনামুল্য একটি করে বকনা বাছুর এবং গো-খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে।


জানা গেছে, মঙ্গলবার ১৩ মে সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। 
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী'র সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা ও উপসহকারী ভেটেরিনারি সার্জন সুমন মিয়াসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এসময় তানোর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠী ৮০টি পরিবারের মাঝে জনপ্রতি ১টি করে বকনা বাছুর ও গো-খাদ্য বিতরণ করা হয়।


পর্যায়ক্রমে আরো দেওয়া হবে পাশাপাশি বকনা বাছুর লালন পালনের উপকরণ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে এবং তা চলমান থাকবে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]