হত্যা মামলার আসামী রাতুল কে গ্রেফতার করেছে র‌্যাব।

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৭:১৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৭:১৩:৪২ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার আসামী রাতুল (২৭) রাজধানীর কোতয়ালীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ০২/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ভিকটিম শাহআলম (৬৫) জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে বাসা থেকে বাহির হয়। ভিকটিম শাহআলম সন্ধ্যা গড়িয়ে রাত হওয়ার পরও বাড়ীতে না আসায় তার পরিবারের লোকজন সম্ভাব্য আত্মিয়-স্বজনদের বাড়ীসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখঁজি করে না পেয়ে ভিকটিমের ছেলে মো: মনির হোসেন (৪৭) নবাবগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করে।


খোঁজাখুজির একপর্যায় গত ০৬/০৪/২০২৫ তারিখ দুপুর আনুমান ১২:০০ ঘটিকায় লোকমারফত জানতে পারে যে, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন খারশুর উজ্জল মিয়ার মাছের প্রজেক্টের পশ্চিম পাশে খালি যায়গায় একটি অজ্ঞাত পুরষের লাশ পড়ে আছে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের ছেলে এসে তার বাবার লাশ সনাক্ত করে।



উক্ত ঘটনায় ডিসিস্টের ছেলে মো: মনির হোসেন (৪৭) বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮/৯৭, তারিখ- ১০/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল অটোরিক্সা চালক শাহআলম হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।


এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৫/২০২৫ তারিখ অনুমানিক ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কোতোয়ালী থানাধীন জিন্দাবাহার পার্ক এলাকায় একটি অভিযান পরিচালনা করে উল্লেখিত অটোরিক্সা চালক শাহআলম হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ রাতুল (২২), পিতা- মোঃ আনিছ মিয়া, সাং- বারহা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]