হত্যা মামলার আসামী ইসমাইল রাজশাহীর বোয়ালিয়ায় র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:২৮:৩৯ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গায় হত্যা মামলার আসামী ইসমাইল (১৮) রাজশাহীর বোয়ালিয়ায় র‌্যাব কর্তৃক গ্রেফতার।


গত ১০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ২১.০০ ঘটিকার সময় ভিকটিম ইয়াসিন খালাসী (১৬) এর বাবা মো: জাহাঙ্গীর খালাসি (৫০) এর সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ববর্তী মামলার জের ধরে আসামী মো: ইসমাইল বেপারী (১৮) ভিকটিমের মোবাইলে কল দিয়ে তাদের বাড়ির দক্ষিণ পাশে ধান ক্ষেতে নিয়ে যায়। আসামী ইসমাইলসহ সঙ্গীয় অপরাপর আসামীদের সহযোগীতায় ভিকটিমকে পূর্ব শত্রতার জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক দেশীয় অস্ত্র-শস্ত্র দ্বারা এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে তার পেটের ভুড়ি বের করে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভিকটিমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে উল্লেখিত হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।


উক্ত ঘটনায়, ডিসিস্টের বাবা মো: জাহাঙ্গীর খালাসি (৫০) বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন যাহার মামলা নং- ১৩/১৫০, তারিখ- ১১/০৫/২০২৫ খ্রি., ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/
৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় গতকাল ১২/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমান ১৮.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৫ এর সহযোগীতায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: ইসমাইল বেপারী (১৮),* পিতা- মোহাম্মদ আবুল বেপারী, সাং- মিয়াপাড়া, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর'কে গ্রেফতার করে।  


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]