গ্রেপ্তার মানিকগঞ্জ ২ আসনের এমপি

আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৩:৪৪ অপরাহ্ন


মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ। 


লোকজ বাউল সংগীতশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য  মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে, গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাত পৌনে ১২টায় রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পেছনে এক বাস থেকে তাকে গ্রেপ্তার  করা হয়।


পুলিশ বলে  তিনি সেখানে আত্মগোপনে ছিলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


ডিএমপি জানায়, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তার নামে চলা এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


বিগত দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) নিবাচন করে মমতাজ বেগম।
 তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।


নির্বাচনে পরাজয়ের পর মমতাজ বেগম নিজ এলাকায় খুব কমই আসতেন। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম ছিল। 


এ ঘটনায়, এলাকায় এবং রাজনৈতিক সহ সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]