
মোঃ মোহন মিয়া
স্টাফ রিপোর্টার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আজ মঙ্গলবার দুপুরে এক বিরল গঠনের নবজাতকের জন্ম হয়, যার দুটি মাথা কিন্তু একটি শরীর। নবজাতকটিকে জীবিত অবস্থায় হাসপাতালে স্ক্যানো ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ১৩ মে দুপুর ১২টা ৩০ মিনিটে মোছাঃ সুরভী আক্তার (১৮) একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরই নবজাতকটির বিশেষ শারীরিক গঠন দেখে তাৎক্ষণিকভাবে স্ক্যানো বিভাগে নেওয়া হয়, যেখানে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুরভী আক্তার গত ১০ মে সন্ধ্যায় প্রসবজনিত জটিলতা নিয়ে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি হন। তিনি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পূর্ব অমরখানা গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ মাজেদুল ইসলাম এ সময় নবজাতকের পাশে ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক গঠন অত্যন্ত জটিল হলেও আপাতত সে জীবিত রয়েছে। এমন ধরনের জন্মগত জটিলতা বিরল এবং চিকিৎসা-পদ্ধতিও অত্যন্ত সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ। বর্তমানে শিশুটিকে পর্যাপ্ত অক্সিজেন, পুষ্টি ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নবজাতকটির সুস্থতা কামনায় পরিবার ও এলাকাবাসীর প্রার্থনা অব্যাহত রয়েছে। প্রসূতি সুরভী আক্তার বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।