মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পরিক্ষা শেষে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (১২ মে) সাড়ে ১১ টার দিকে উপজেলার ২নং ইউনিয়নের কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থী উপজেলার বিরাহিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র। উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে।
প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, উপজেলার খিলপাড়া গ্রামের মোঃ আল আমিন প্রান্তিক মুল্যায়ন পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ধাক্কা দিলে শিশুটি ছিটকে পরে যায়। এতে মাথায় প্রচন্ড আঘাত পায়। পরে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, আলামিন ছোট থাকতে তার বাবা মারা যায়। পরে মা বিয়ে হয়ে চলে যায় অন্যের ঘরে । দাদীর সংসারে ছোট শিশুটিকে লালন পালন করছে।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, বাচ্চার অভিভাবক মামলা করতে আগ্রহী না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।