তানোরে রাতের আধাঁরে বিষ দিয়ে পুড়িয়ে দেওয়া হলো কৃষকের প্রায় ৪ বিঘা জমির ধান

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১০:০১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১০:০১:৫১ অপরাহ্ন


দেলোয়ার হোসেন সোহেল তানোর থেকে : রাজশাহীর তানোরে রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ দিয়ে ৪ বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির চক রহমত গ্রামের জমির মাঠে।


গত শুক্রবার রাতের যে কোন সময়ে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে জানান, পৈত্রিক সুত্রে পাওয়া জমির মালিক জাহাঙ্গীর আলম।


ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার চকরহম গ্রামের জমির মাঠের ওই ৪ বিঘা জমি ১৯৭৭ সালে ক্রয় সুত্রে দীর্ঘদিন ধরে নিয়ামতপুর উপজেলার চকপাহাড় গ্রামের মৃত আয়েজ উদ্দীনের পুত্র জাহাঙ্গীর আলম দিং খাজনা খারিজ করে ভোগ দখলে রেখে চাষাবাদ করে আসছেন। হঠাৎ ২০২৩ সালে ওই জমি নিজের দাবি করে তানোর সদরের জৈনক হালিম ওই জমি দখলে নেয়ার চেষ্টা করে ব্যার্থ হন। সেই থেকেই ওই জমির দখল নিয়ে উভয়ের মধ্যে মামলা চলছে। তবে ওই জমি জাহাঙ্গীর আলম দিং দের দখলেই রয়েছে এবং এবছর বোরো ধান রোপন করেছেন।



রোববার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া যায়, জমিতে রোপন করা বোরো ধানের শীষ সবেমাত্র বের হতে শুরু করেছে। গত শুক্রবার রাতের আঁধারে কে বা কারা ঘাস মারা বিষ স্প্রে করে পুড়িয়ে দিয়েছে। ফলে পুরো ধান পুড়ে খড়ে পরিনত হয়েছে।


গ্রামের লোকজন বলেন, ওই জমি দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর ও তার ভাই বোনসহ ওয়ারিসগন চাষাবাদ করে আসছেন এবছরও তারা ওই জমিতে বোরো ধান চাষ করেছেন। এবিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই জমি আমাদের বাবার ক্রয় করা জমি, যা আমাদের জন্মের আগ থেকেই আমার বাবা চাষাবাদ করেছেন এখন ওয়ারিশ সুত্রে আমরা চাষাবাদ করছি।


তিনি বলেন, ২০২৩ সালে ওই জমির মালিকানা দাবি করে তানোর সদরের হালিম নামের এক ব্যক্তি দখলে নেয়ার চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। তিনি বলেন, ওই জমি নিয়ে প্রতিপক্ষের সাথে মামলা চলছে।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]