ভালুকায় মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৬:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৬:৫০:৫৮ অপরাহ্ন



ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ মে) সন্ধার দিকে উপজেলার কাশর এলাকায় ঘটনাটি ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, কাশর গ্রামের আরিফ মিয়া একই এলাকার জাহিদ, আকাশ, সিদ্দিক ও হাসান মিয়ার কাছে দোকান বাকীর টাকা চাওয়ায় দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন জাহিদ গংরা আরিফ মিয়ার মাথায় পিস্তল ঠেকিয়ে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আরিফ মিয়া।


আরিফ মিয়া বলেন, আমি টাকা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এক পর্যায়ে পথচারীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত আরিফকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে অভিযোক্তদের সেখানে কথা কাটাকাটির এক পর্যায় একটু মারপিট হলেও পিস্তল ঠেকানোর বিষয়টা মিথ্যা।


এ ঘটনায় ভালুকা মডেল থানায় তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আজিজ জানান, ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে বাদী পক্ষ একটি অভিযোগ দায়ের করেছেন, যেহেতু অস্ত্র প্রদর্শনের কথা উঠেছে তাই বিষয়টি অধিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]