
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ডেভিল হ্যান্ট অভিযানে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার দিবাগত রাত ৯ টার দিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে হরিনাথপুর ইউনিয়ন শাওড়া সৈয়দখালী পুলিশ ফাড়ির এস আই সোহাগ ইমতিয়াজ একটি চৌকস টিম নিয়ে তাকে আটক করে।
জানা যায়, আটক হালিম সরদার (৩৫) হরিনাথপুর ইউনিয়নের জানে আলম সরদারের ছেলে সে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
স্থানীয় সুত্রে অনেকে জানান, হালিম সরদার নানা অপকর্মের সাথে জড়িত।গতকাল নাশকতামূলক পরিকল্পনা ছক করার সময় আটক হয়।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা এলাকায় নাশকতা করার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে। গতকাল আটক হালিম সরদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।