ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনের খুনের ঘটনায় সিসি ক্যামেরা ধরা পরলো চমকপ্রদ তথ্য।

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৩:৫৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৩:৫৬:০৪ অপরাহ্ন
 

 

মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোটার। ঢাকা রাজধানীর শেওড়াপাড়ায় গত ৯ মে রাতে একটি বাসা থেকে দুই বোন, মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগম (৫২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরা এক ব্যক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার রহস্য উদঘাটনে ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে, যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

 
জানা গেছে, শেওড়াপাড়ার দোতলার ওই ফ্ল্যাটে মরিয়ম বেগম, তার স্বামী কাজী আলাউদ্দিন, মেয়ে নুসরাত জাহান এবং ছোট বোন সুফিয়া বেগম বসবাস করতেন। ঘটনার সময় আলাউদ্দিন বরিশালে গ্রামের বাড়িতে ছিলেন এবং নুসরাত অফিসে গিয়েছিলেন।

 
নুসরাত জাহান, যিনি খুন হওয়া মরিয়ম বেগমের মেয়ে বলেন, "পরিচিত কেউ বাসায় এসেছিল। অন্যথায় বাসার ভেতরে ঢোকার সুযোগ পেত না। বাসায় কোরবানির জন্য একটি ছোট রাম-দা ছিল, খুনি সেই রাম-দা দিয়ে মা ও খালাকে হত্যা করেছে।" এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ কাজ করছে এবং বাসার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]