বরিশাল বিশ্ববিদ্যালয়ে লাগামহীন স্বেচ্ছাচারিতার প্রভাব এবার বিজয় ২৪ হলে-বিতর্ক সৃষ্টি যেন ভিসি ও তার অনুচরদের একমাত্র কাজ

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০৩:১৬:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০৩:১৬:৫৭ অপরাহ্ন
 

 
ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয় একাধিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং প্রশাসনিক অস্থিরতার কারণে নতুন করে বিতর্কের মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নিয়োগ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

 
গত ২৯ এপ্রিল ২০২৫, বিজয়-২৪ হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মেহেদী হাসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফ উল ইসলামকে ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। অথচ উক্ত হলে আবাসিক শিক্ষক হিসেবে আগে থেকেই আরো অভিজ্ঞ শিক্ষক নিয়োজিত ছিলেন।

 
বিশ্ববিদ্যালয়জুড়ে গুঞ্জন, মোঃ আরিফ উল ইসলামের এই নিয়োগটি স্বৈরাচারী ভিসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মার্কেটিং বিভাগের শিক্ষক ড. আব্দুল কাইয়ুমের সুপারিশে হয়েছে। এ ঘটনাকে স্বেচ্ছাচারিতার একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা ।

 
এছাড়া সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিতর্কিত রেজিস্ট্রার, যিনি মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ভিসির একক সিদ্ধান্তে বহাল ছিলেন। ছাত্ররা এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের নামে মামলা ও সাধারণ ডায়েরি করে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে ঢাকায় অনুষ্ঠিত গোপন সিন্ডিকেট  সভায় ভিসি নিজেই রেজিস্টারের অতিরিক্ত দায়িত্ব বাগিয়ে নিয়েছেন। অথচ তার নিজ দপ্তরের কাজে গতিহীনতা সর্বত্র সমালোচিত।

 
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেবুন্নেসা ক্যান্সারে আক্রান্ত হয়ে ২ মে মারা গেলেও তার সহায়তার আবেদন প্রশাসন পাঁচ মাসেও বিবেচনা করেনি, যা প্রশাসনিক অমানবিকতার একটি নজির বলে মনে করছেন অনেকে।

 
ক্লাসরুম সংকট, শিক্ষক সংকট, সেশনজট, ও আবাসন সমস্যা দীর্ঘদিন ধরে চললেও বর্তমান ভিসি ড. সুচিতা শরমিন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলেই অভিযোগ শিক্ষার্থী ও শিক্ষক মহলের।

 
বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা শুধুই একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং শিক্ষার পরিবেশ ধ্বংসে একটি দুর্বৃত্তায়ন ও অদক্ষ গোষ্ঠীকেন্দ্রিক শাসনব্যবস্থার দৃষ্টান্ত হয়ে থাকবে।

 
বিজয়-২৪ হলের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, বর্তমান প্রভোস্ট দায়িত্ব পাওয়ার পর এখনো অফিস করা বা আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা  বলা প্রয়োজন বোধ করেননি। তাছাড়াও তিনি ছিলেন, জুলাই আন্দোলনের সময়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি ১৮ জুলাই আবাসিক শিক্ষার্থীদের দায়িত্ব নিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]