হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় রাতের আঁধারে বাসার গেইটে মাঠি ফেলে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি এ ব্যপারে হবিগঞ্জ সদর থানার লিখিত অভিযোগ দায়ের করেছে বাসার মালিক রৌশনারা আক্তার লিপি।
অভিযোগে উল্লেখ, থাকে য়ে রৌশনারা আক্তার লিপি তার বাসার গেইটে রাতের আঁধারে মাটি ফেলে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে একই এলাকার প্রতিপক্ষ প্রতিবেশী আবুল কাসেম ও তার ১০/১২ জন গং একদল লোক। এমনকি রাস্তা চলাচলের বাধা সৃষ্টি ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে।
রৌশনারা আক্তার জানান এ ব্যপারে হবিগঞ্জ আমল আদালতে মামলা রয়েছে, মামলা নং ১১৩/২০২৪ইং আদালতে মামলা চলমান থাকা অবস্থায় বার বার মাটি ফেলে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বর্তমানের রৌশনারা আক্তার লিপি তার পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তা হিনতায় ভুগছে। বর্তমানে সে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।