
নিজস্ব প্রতিবেদক : সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সিপার এয়ার সার্ভিসের ২০২৫ সালের হজ্ব যাত্রীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্যায়ে সম্পন্ন হয়ছে।
শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলে সিপার এয়ার সার্ভিসের হজ্ব যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। হজ্বের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্থ সৌদি ধর্ম দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
হজ্ব যাত্রীদের বিভিন্ন দিন নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার সিপার আহমদ, পরিচালক খন্দকার ইসরার আহমদ রকি ও সৌদিয়ারবে নিযুক্ত সিপার এয়ার সার্ভিসের প্রতিনিধি নাজমুল হক।
উল্লেখ্য, সিপার এয়ার সার্ভিস ২০২৫ সালের আসন্ন হজ্বে এক'শ জন বাংলাদেশী ও বিদেশে বসবাসরত বাংলাদেশী বংশদূত হজ্ব যাত্রীকে সেবা দিচ্ছে। আগামী ১৪ মে থেকে সিপার এয়ার সার্ভিসের যাত্রীগণ সৌদিয়ারবে গমন করবেন। এবারের হজ্বে শিপার এয়ার সার্ভিসের সকল যাত্রীগণ সিলেট থেকে সরাসরি ফ্লাইটে গমন করবেন এবং হজ্ব পালন শেষে সৌদিয়ারব থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে পৌঁছবেন।