নগরীতে মোটরসাইকেলের ট্যাংকির নিচে লুকানো ৬লাখ টাকার হেরোইন! গ্রেফতার দুই মাদক কারবারী

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১১:২৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১১:২৪:১১ অপরাহ্ন



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মহানগরীতে মোটরসাইকেলের ট্যাংকির নিচে লুকালো অবস্থায় ৬লাখ টাকার হেরোইন-সহ দুই মাদক কারবারী গ্রেফতার করেছে করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ মে) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ আদর্শগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করে।


এ সময় তাদের কাছ থেকে হেরোইন-৬০ গ্রাম হেরোইন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ পলাশ আলী (৩৩), ওই এলাকার মোঃ মুনছুর আলীর ছেলে ও মোঃ রাকিব হোসেন (৩২) একই এলাকার মোঃ গোলাপ হোসেনের ছেলে। শুক্রবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলিগঞ্জ নামক এলাকায় কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজ বাড়ী থেকে বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান পরিচালনা করে ২জন মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।


এ সময়, তাদের ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার অনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রেফতারকৃতরা নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী।


তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কাশিয়াডাঙ্গা পুলিশ।  



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]