মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি গভাদী পশু হত্যা

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০৭:০৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:২৯:৫৯ পূর্বাহ্ন



মুলাদী প্রতিনিধিঃ মুলাদী সদর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বিশ প্রয়োগ করে ৪টি গভাদী পশু হত্যা করা হয়েছে।


জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের ৪নং ওয়ার্ডের রশিদ হাওলাদারের পুত্র সোহেলে হাওলাদার ও নুর আলম হাওলাদার গোয়ালে থাকা গরু প্রতিদিনের নেয় বাধা ছিল।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোয়াল ঘর থেকে হঠাৎ গরুর ডাক শুনতে পেয়ে সেখানে ছুটে যায় সোহেল হাওলাদারের পরিবারের লোকজন। সেখানে গিয়ে তারা দেখতে পায় তিনটি গরু মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতেছে।


এসময়, তাদের ডাকচিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন ছুটে আসে। তাৎখনিক তারা পশু ডাক্তারকে খবর দিলে ডাক্তার এসে বলেন গরু গুলোকে বিষ পান করানো হয়েছে। কিছু খনের মধ্যেই গরুগুলো এক এক করে মৃত্যুর কোলে ঢলে পরে। পরবর্তিতে ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়াও একই সময় পাশের বাড়ীর শহীদুর মীরের একটি উন্নত জাতের গাভীকেও বিশ পান করানো হলে সেটিও মারা যায়।


এব্যাপারে সোহেল হাওলাদারের পরিবারের লোকজন জানান, তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশি গফুর হাওলাদারের পুত্র কালাম হাওলাদারের সাথে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সোহেল ও তার ভাই নুর আলম বর্মতানে জেল-হাজতে রয়েছে।


গত দুই দিন পুর্বে কালাম হাওলাদার, ছেলে শরিয়ত উল্লাহ, ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল, জলিল হাওলাদারের পুত্র সুমন, সেলিম হাওলাদারের পুত্র সাব্বির সহ তার লোকজন বিরোধীয় সম্পত্তির পিলার উপরে ফেলে। তারা ধারনা করেন এঘটনা কালাম হাওলাদার ও তার লোকজনই ঘটিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে সোহেল হাওলাদারের পরিবার।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]