আবহাওয়া ও আকৃতির উপর ভিত্তি করে ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১১:০৫:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১১:০৫:০৯ অপরাহ্ন




মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর আম পাড়ার সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আবহাওয়া ও আকৃতির উপর ভিত্তি করে ১৫ মে থেকে আম পাড়া শুরু হবে। বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভা থেকে এই সময়সূচি নির্ধারণ করা হয়।

জানানো হয়, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বাজারজাত করা যাবে। এরপর ধাপে ধাপে বাজারজাত হবে ল্যাংড়া, আমরূপালি, ফজলিসহ বিভিন্ন প্রজাতির আম।


এদিকে, গাছ থেকে আম ভাঙতে মুখিয়ে রয়েছেন জেলার আম চাষী ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ জানিয়েছে, কেমিকেল মিশ্রিত আম যেন বাজারজাত না করা হয় সে বিষয়ে সতর্ক থাকবে প্রশাসন। এছাড়া নির্ধারিত সময়ের আগে অপুষ্ট আম পাড়লে ব্যবস্থা নিবে জেলা প্রশাসন।






 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]