
(সুমন মন্ডল পাবনা) পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নে। কুরবানী উপলক্ষে গবাদি পশু চুরির প্রতিরোধ ও করণীয় বিষয়ক জনসচেতনতা মূলক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত ফরিদপুর থানা। এস আই নাঈম ফরিদপুর থানা। মোঃ জুয়েল রানা চেয়ারম্যানের ডেমরা ইউনিয়ন পরিষদ। মোঃ সিরাজ মেম্বার ৪ নং ওয়ার্ড। মোঃ শাহ্ আলম সামাজ সেবক ড়েমরা। এইচ এম আল আলামিন সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ডেমরা ইউনিয়ন শাখা। শ্রী গতেশ বাবু প্রণীস্পন্দ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল ফরিদপুর পাবনা।
জন সাধারণ বিষ্ট ব্যক্তি বরগো। আয়োজনে উপজেলা প্রশাসন ফরিদপুর পাবনা ও ফরিদপুর থানা এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফরিদপুর পাবনা। স্থাথান ডেমরা বাজার বিট পুলিশ অফিসের সামনে। সময় ৪ টা দিকে।