দুর্গাপুরে গাজা সহ আটক ৩ জন

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:২৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১০:৪১:৩০ অপরাহ্ন
 
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।
 

রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ এক ব্যবসায়ী ও দুই সেবনকারিকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বুধবার (৭মে) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), সেবনকারি শাহান আলী (৩২) অপরজনের নামও শাহান উদ্দিন (৩৫)।
 
 
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা। ওসি জানান, গোলাম রাব্বি ওই এলাকার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ রাব্বির বাড়িতে অভিযান চালায়।
 
 
এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাব্বি ও দুইজন সেবনকারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরও অধিক তর তদন্ত চলছে ।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]