পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ জন ডাকাত রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব কর্তৃক গ্রেফতার।

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১১:৪৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১১:৪৩:৫৩ অপরাহ্ন



নিজস্ব প্রতিবেদক, পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ জন ডাকাত রাজধানীর গেন্ডারিয়ায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ০৫/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন শরাফতগঞ্জ লেন পীর সাহেবের গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ০৩ জন ডাকাত সদস্য গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ডাকাত সদস্যের নাম ১। মোঃ আলমগীর (৩৫), পিতা- মৃত শেখ তপু, এ/পি- বাড়ী নং-৩২, খোকা ভিলা, সাবেক শরাফতগঞ্জ লেন পীর সাহেবের গলি, থানা- গেন্ডারিয়া, জেলা- ঢাকা, ২। মোঃ হৃদয় @ শাহেদ (৪২), পিতা- মোঃ ফরিদ, এ/পি- জনৈক ইব্রাহীম এর বাড়ির ভাড়াটিয়া, ৩৪ এস কে দাস রোড, থানা- গেন্ডারিয়া, জেলা- ঢাকা ও ৩। মোঃ জুয়েল (২৪), পিতা- শফিক, সাং- ডোহরি বিক্রমপুর, থানা- লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ বলে


জানা যায়। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত (i) দুইটি ছুরি, (ii) একটি কালো রংয়ের টর্চ লাইট, (iii)  বাংলাদেশ পুলিশের একটি স্টিলের হাতকড়া, (iv) একটি লোহার হাতুরি, (v) ৮৪ (চুরাশি) টি চাবিসহ একটি কালো রংয়ের ছোট ব্যাগ ও (vi) একটি কালো রংয়ের যন্ত্রাংশ খোলার টুল সেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।


উপস্থিত লোকজনের সম্মুখে পূর্বেও তারা ডাকাতি করেছে, এবং উক্ত ডাকাতির মালামাল ধৃত আসামী আলমগীর এর ভাড়াকৃত বাসায় রয়েছে মর্মে স্বীকারোক্তি মতে উক্ত বাসা  হতে একই তারিখ ২০.৩০ ঘটিকায় (vii) একটি ৫৬ ইঞ্চি এলইডি টিভি, (viii) একটি ৪২ ইঞ্চি এলইডি টিভি, (ix) একটি ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি এবং একটি নেভি ব্লু রংয়ের বাংলাদেশ পুলিশের কাঁধ ব্যাগের ভিতর হইতে (x) ০৩ টি কালো রংয়ের ছোট টর্চ লাইট, (xi) একটি কালো রংয়ের বাংলাদেশ পুলিশের বডি ওন ক্যামেরা, (xii) ০৬ টি ছুরি, (xiii) একটি কেচি, (xiv) দুইটি সিলভার রংয়ের ফ্লোডিং পকেট টুল সেট, (xv) একটি সাদা রংয়ের চার এ্যান্টেনা বিশিষ্ট রাউটার, (xvi) একটি কালো রংয়ের টিভি কার্ড, (xvii) একটি ক্যানন ক্যামেরা, (xviii) একটি স্যামসাং গ্যালাক্সি ট্যাব, (xix) ০৮ টি বাটন মোবাইল, (xx) একটি হুয়াওয়ে আ্যন্ড্রয়েড মোবাইল, (xxi) একটি স্যামসাং আ্যন্ড্রয়েড মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।



প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং জব্দকৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য আলামতসহ ধৃত আসামীগণ পুলিশ পরিচয় ধারণ করে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।


গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]