কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:৩২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:৩২:৫১ অপরাহ্ন


 
 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে বিআরডিবির আয়োজনে কোমলমতী শিক্ষার্থীদের সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়। 

 
বাল্য বিয়েতে না বলি।সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।


উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিআরডিবি ঢাকা ইরেসপো দ্বিতীয় পর্যায়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবীব মিলন।


এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নীলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র শীল, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]