বানারীপাড়ায় ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ তিন ডাকাত গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৩৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০৭:৩৮:০৯ অপরাহ্ন
 


 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি, বরিশালের বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন, বরগুনার শিয়ালিয়া এলাকার  সেলিম (৫২),বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০) ও সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)। সোমবার (৫ মে) রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতের র‍্যাব -৮'র সহায়তায় বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফার দূরদর্শীতায় ও থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান, গ্রেফতারকৃত এ তিনজনসহ ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়িতে ডাকাতিতে অংশ নেওয়ার কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮/১০ টি করে ডাকাতি মামলা রয়েছে। ফের ডাকাতির প্রস্তুতি বৈঠকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ মে) সকালে তাদের বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডাকাতি সংঘটিত করেই তারা আত্মগোপনের জন্য রাজধানীতে (ঢাকা) ফিরে যেত বলে জানিয়ে তিনি বলেন, তাদের রিমান্ডে এনে আরও জিঙ্গাসাবাদ করা হবে। এদিকে সম্প্রতি একের পর এক বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী ও গরদ্বার গ্রামে তিনটি এবং সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে দুটি বাসায় মোট ৫ টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এতিন ডাকাত গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।


প্রসঙ্গত, গত ২১ এপ্রিল  দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ।


এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ, কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই (২২ এপ্রিল) শহিদুল ইসলাম মানিককে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে গ্রেফতার করে পরের দিন (২৩ এপ্রিল) সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]