বিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১০:২৯:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১০:২৯:২৮ পূর্বাহ্ন
 

 

 
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) দিনাজপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
 
সোমবার (৫ই মে) বিরামপুর (চরকাই) খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
 
এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ,এইচ,এম তৌহিদুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, চরকাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ,এম এগ্রো ফুড লিমিটেডের (অটো রাইচ মিল) পরিচালক আসাদুজ্জামান চৌধুুরী, মোস্তফা অটো রাইচ মিলের স্বত্বাধিকারী মোস্তফা হোসেন, মিলার রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ফিজুল প্রমূখ।
 
খাদ্য দপ্তর থেকে জানা গেছে, এবার বিরামপুরে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ১২০ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪৫৯ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করা হবে। উল্লেখ্য, গত আমন মৌসুমে এই খাদ্য গুদামের সরকার নির্ধারিত পরিমাণের শতভাগ ধান ও চাল সংগৃহিত হয়েছে।
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]