রাজশাহীতে সাড়ে ২৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার মাদক সম্রাট শরিফুল

আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১২:৪৯:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০২:১৬:৫০ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মহানগরীতে ১৭টি মাদক মামলার আসামীকে মাদক সম্রাট শরিফুলকে সাড়ে ২৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৫ মে) ভোর ৬টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬৫ গ্রাম হেরোইন সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবকারী মোঃ শরিফুল ইসলাম (৫০), সে বগুড়া জেলার শাজাহানপুর থানার বিহিগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মোতাহার আলী। সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারেন, একাধীক মাদক মামলার আসামী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান হেরোইন নিয়ে রাজশাহী মহানগরীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা রেল ক্রসিং-এ র‌্যাবের একটি টহল দল অস্থায়ী চেকপোষ্ট পরিচালনা করেন। পরে চেকপোষ্টের কাছে বর্ণীত মোটরসাইকেলটি আসলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল সহ মাদক সম্রাট শরিফুলকে আটক করে।

এ সময় তার শরীর তল্লাশী চালিয়ে ২৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। যাহার অনুমানিক মুল্য সাড়ে ২৬ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় হেরোইন নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে ১৭ মাদক মামলার আসামী মাদক সম্রাট শরিফুল।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবকারীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]