ফুলবাড়ীর অম্রবাড়ী গ্রামে জমিজমার বিরোধ করে প্রতিপক্ষরা কলাবাগার কেটে ফেলেন

আপলোড সময় : ০৫-০৫-২০২৫ ০৫:৫৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০২:১৩:৫৯ পূর্বাহ্ন




মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী গ্রামের মোঃ ফজলার রহমান মুন্সির লাগানো কলার বাগান কেটে ফেলেন প্রতিপক্ষ শ্রী বিজয় চন্দ্র মন্ডল গংরা। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মৃত কিয়াম উদ্দীন এর পুত্র মোঃ ফজলার রহমান মুন্সির ফুলবাড়ী থানায় গত ০৫/০৫/২০২৫ইং তারিখে দায়েরকৃত অভিযোগ


সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার শ্রী বিজয় চন্দ্র মন্ডল (৭৫) পিতা মৃত জতিশ চন্দ্র মন্ডল, শ্রী দেবাশীস চন্দ্র মন্ডল (৫৭), শ্রী বিজয় চন্দ্র মন্ডল সর্ব সাং-দক্ষিণ চকচকা হিন্দুপাড়া, মোঃ মোস্তাকিম (৩৫), পিতা: মৃত টরু সাং-চকচকা তেলিপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর গংরা অম্রবাড়ী মৌজার জেএল নং-৬৫, খতিয়ান নং-১৪৩, দাগনং-এস ৩০৯, রকম-ডাঙ্গা, জমির পরিমান ৫২ শতকের মধ্যে ২৬শতক জমি মোঃ ফজলার রহমান মুন্সির পিতা কিয়াম উদ্দীন মুন্সির ক্রয়কৃত সম্পত্তি। যাহার দলিল নং-৫৭৩১, তারিখ: ২২/০৩/১৯৬৯। কবলা খরিদ সূত্রে ভোগ দখল করে আসছেন।


পিতার মৃত্যুরপর ওয়ারিশ সূত্রে মোঃ ফজলার রহমান মুন্সি ঐ জমির মালিক। টাকার প্রয়োজন হওয়ায় মৃত আকবর আলীরপুত্র মোঃ শুকুর আলীর নিকট বাৎসরিক বর্গা চাষের জন্য রেখে দেন। বর্গা চাষি শুকুর আলী ঐ জমিতে ২৮০টি কলার গাছ রোপন করেন এবং জমির মোটা আইল এর উপরে আম গাছ রোপন করে চাষাবাদ করে আসছেন।


উল্লেখ্য, ব্যক্তিরা ১০-১২ জন লোকজন নিয়ে গিয়ে লাঠিশোটা হাতে নিয়ে কলার গাছ ও আম গাছ কেটে ফেলেন গত ০৩/০৫/২০২৫ইং তারিখে রাত্রী আনুমানি সাড়ে ৯টায়। মোঃ শুকুর আলী বাড়ীতে যাওয়ার পথে গাছ কাটার শব্দশুনে এগিয়ে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় সে চলে আসে। মোঃ ফজলার রহমান মুন্সি জানান, শ্রী বিজয় চন্দ্র মন্ডল জাল কাগজ সৃষ্টি করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। বর্তমান বহু মামলা আদালতে চলমান রয়েছে।


উক্ত জমির বিষয়ে শ্রী বিজয় চন্দ্র মন্ডল ২০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৮৪/১০ অন্য। উক্ত মোকদ্দমা গত ২৩/১১/২০১৬ইং তারিখে বিজ্ঞ আদালত মোঃ ফজলার রহমান মুন্সির পক্ষে রায় প্রদান করেন।


জমির মালিক মোঃ ফজলার রহমান মুন্সি জানান, কলা বাগান কেটে ফেলার কারণে প্রায় ৪লক্ষ টাকা ক্ষতিসাধন হয়। এই ঘটনায় মোঃ ফজলার রহমান মুন্সি ০৩জন কে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।


ফুলবাড়ী থানার এসআই কমলা কান্ত রায় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]