
নিজস্ব প্রতিবেদক ঃ র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে অপহরণ মামলার এজাহারনামীয় দুইজন আসামীকে গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।
'বাংলাদেশ আমার অহংকার', এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, অপহরণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৬/০৩/২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান সকাল ০৯:৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায় চামটাহাট ক্লিনিকের সামনে থেকে আসামী মোঃ মিদুল হাসান ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা কালিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৪২, তারিখ-২৮/০৪/২০২৫ খিঃ,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /২০০৩) এর ৭/৩০ ধারা।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী এবং র্যাব-৪, সিপিসি-২, ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ০৩ মে ২০২৫ তারিখ ১৮.১০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার পলাতক আসামী ১। মোঃ শিমুল হাসান (২১), পিতা-মোঃ আবু সাঈদ এবং ২। মোঃ আবু সাঈদ (৩৮), পিতা-মৃত হামিদ মিয়া, উভয় সাং-উত্তর চরিত্রা হাজারি (চাপারহাট), থানা-কালীগঞ্জ, জেলা-লালমণিরহাট'দ্বয়কে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয় ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।