মিল্লাতে কামিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ভিসি: শিক্ষার মানে নতুন প্রত্যয়

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৬:১০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৬:১০:৩৩ অপরাহ্ন
 

আরিফুল ইসলাম ঢাকা আলিয়া প্রতিনিধি,

আজ শনিবার (৩ মে) থেকে শুরু হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৫। দেশের ১৪৯টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশ নিচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার প্রথম দিনেই তদারকিতে মাঠে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী। তাঁরা গাজীপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য বলেন, “আলহামদুলিল্লাহ, সারাদেশে আজ থেকে শান্তিপূর্ণভাবে কামিল পরীক্ষা শুরু হয়েছে। আমরা ইতোমধ্যেই সকল জেলা প্রশাসককে নকল রোধে কার্যকর পদক্ষেপ নিতে চিঠি দিয়েছি। যাতে করে মেধার যথার্থ মূল্যায়ন নিশ্চিত হয় এবং পরীক্ষা হয় সুষ্ঠু পরিবেশে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যাতে করে কোথাও কোনো অনিয়ম না ঘটে। বিশ্ববিদ্যালয় আশা করছে, আগামীর সব পরীক্ষাও এমন স্বচ্ছ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হবে।

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]