ধামরাইতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১৯:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০৪:১৯:০৫ অপরাহ্ন
 

 


প্রতিনিধি ধামরাই ঢাকা : ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক মোঃ রফিক (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৩মে) বেলা ১০টার দিকে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে এ ঘটনা ঘটে।

 
নিতহ রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মোঃ তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাই জয়পুরা পলমল পোশাক কারখানার সুপারভাইজার হিসাবে কর্মরত ছিল।

 
স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে অফিসে যাওয়ার উদ্দেশ্য রফিক বাসা থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে ধামরাই উপজেলার বারবাড়িয়া ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে পৌছালে পিছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিক মারা যায়।

 
এই বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ থেকে রফিক নামে পলমল পোশাক কারখানার এক সুপারভাইজার অফিসে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিক মা রা যায়।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে লা শটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মৃত্যু দেহটি ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]