
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১০ টায় র্যালীটি বান্দরবান প্রানকেন্দ্র বাজার প্রদক্ষিণ করে আবু সাঈদ মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ করে। জেলা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আব্দুচ ছালাম আযাদ, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ, প্রধান উপদেষ্টা, বান্দরবান পৌরসভা। এডভোকেট মুহাম্মদ সোলাইমান, প্রধান উপদেষ্টা, বান্দরবান সদর, আরও উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সভাপতি, পরিবহন শ্রমিক ফেডারেশন, বান্দরবান। মাসুদ করিম, কোষাধ্যক্ষ, জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক নেতা আল জাওয়াত, আব্দুল্লাহ আল মামুন, শফিকুর রহমান, আব্দুল করিম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।